চট্টগ্রামে বাস সুপারভাইজারের রহস্যজনক মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরে একটি বাসের সুপারভাইজারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁর নাম নুরুল ইসলাম (৪০)। আজ বৃহস্পতিবার সকালে নগরের কর্ণফুলী নতুন সেতু এলাকায় তাঁকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। নুরুল হানিফ পরিবহনের চট্টগ্রাম-কক্সবাজার রুটের সুপারভাইজার ছিলেন। তাঁর বাড়ি নগরের চাঁদগাঁও এলাকায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় বাসে করে কক্সবাজার যাওয়ার জন্য বাসা থেকে বের হন নুরুল ইসলাম। এদিন রাত আটটার দিকে স্ত্রীর সঙ্গে সর্বশেষ তাঁর কথা হয়। তখন নুরুল ইসলাম স্ত্রীকে জানান কর্ণফুলী সেতু পার হয়েছেন। কিন্তু এরপর থেকে তাঁর খোঁজ পাচ্ছিল না পরিবার।

ওসি আবদুর রহিম বলেন, আজ সকালে কর্ণফুলী সেতুর নিচে নৌকা থেকে নুরুল ইসলামকে তুলে দেওয়া হয় একটি সিএনজিচালিত অটোরিকশায়। দুজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় তাঁকে নিয়ে তাঁর চাঁদগাঁওয়ের বাসায় যান। নুরুল ইসলাম অসুস্থ হয়েছেন বলে তাঁর স্ত্রীকে জানান। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু তাঁদের একজনকে পরিচিত বলে জানান নুরুল ইসলামের স্ত্রী। এ কথা শুনে ওই দুই ব্যক্তি অটোরিকশা থেকে নেমে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ওসি আবদুর রহিম বলেন, নুরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাঁকে নির্যাতন করে মারা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশা চালক মো. আরিফ বলেন, কর্ণফুলী নতুন সেতু এলাকা থেকে কয়েক জন লোক একটি সিএনজিচালিত অটোরিকশায় এক কিলোমিটার আসে। এরপরে নতুন চাঁদগাঁও থানা এলাকায় এসে গাড়ি থেকে নেমে দুজন পালিয়ে যান।