টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়েছে ঘরবাড়ি। সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী এলাকায়
টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়েছে ঘরবাড়ি। সোমবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী এলাকায়

শ্যামনগরে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টর্নেডোর আঘাতে শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী, পূর্ব কৈখালী ও জয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এতে বেশ কিছু গাছ উপড়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পশ্চিম কৈখালী এলাকার বাসিন্দা আয়শা খাতুন বলেন, গতকাল সন্ধ্যার আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। মেঘে আকাশ অন্ধকারে ছেঁয়ে টর্নেডো আঘাত হানে। এতে তাঁদের বসতঘরের ছাউনি উড়ে গেছে। তাঁদের কয়েকটি গাছ উপড়ে গেছে।

জয়াখালী গ্রামের সফুরা বেগম বলেন, গতকাল বিকেল সাড়ে পাঁচটার পর আকাশে মেঘ দেখা দেয়। শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। গরু-ছাগল নিয়ে ব্যস্ত ছিলেন। হঠাৎ কয়েক মিনিটের প্রবল ঝোড়ো হওয়ায় তাঁর ঘরের ছাউনি উড়ে গেছে। একই গ্রামের আবুদ সাঈদও তাঁর ঘরের ছাউনি উড়ে যাওয়ার কথা জানিয়েছেন।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুর রহিম বলেন, সুন্দরবন-সংলগ্ন পাঁচটি নদীর মোহনার দিক থেকে প্রচণ্ড বেগে একটি টর্নেডো ধেয়ে আসে। এ সময় ভারী বৃষ্টি হয়। কয়েক মিনিটের টর্নেডোর আঘাতে এলাকার শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। বিষয়টি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাঈদ-উদ-জামানকে জানানো হয়। খবর পেয়ে সাঈদ উজ-জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাঈদ উজ-জামান বলেন, টর্নেডোর আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে আজ সোমবার সকাল থেকে কাজ শুরু করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করা হবে।