সিকৃবি প্রশাসনিক ভবনের সামনে কুশপুত্তলিকা পোড়ানো। এতে বিভিন্ন বিভাগের ছাত্র–শিক্ষকেরা অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে
সিকৃবি প্রশাসনিক ভবনের সামনে কুশপুত্তলিকা পোড়ানো। এতে বিভিন্ন বিভাগের ছাত্র–শিক্ষকেরা অংশ নেন। বৃহস্পতিবার দুপুরে

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের কুশপুত্তলিকা দাহ, নিয়োগ বাতিলের দাবি

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। এ সময় তাঁর সদ্য জারি হওয়া নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয়। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। বেলা সোয়া তিনটা পর্যন্ত কর্মসূচি চলে।

এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কুশপুত্তলিকা পোড়ানো কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন। কর্মসূচি থেকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তাঁকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. আজিজুল হক, মো. আল হোসাইন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা গাজী মো. জহিরুল ইসলাম ও মো. নেয়ামত উল্যাহ এবং কর্মচারী মো. ফয়েজ আহম্মেদ, মো. আবদুল হামিদ ও মো. শাহাব উদ্দিন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কর্মসূচিতে অধ্যাপক সামিউল আহসান তালুকদার, মাছুদুর রহমান, এম রাশেদ হাসনাত, মাহবুব-ই-ইলাহী, মো. ছিদ্দিকুল ইসলাম, মো. মোজাম্মেল হক, এমদাদুল হক, সুলতান আহমেদ, নজরুল ইসলাম, মাহবুব ইকবাল, মো. কাওসার হোসেন, নাসরিন সুলতানা, আবদুল আজিজ ও মো. আতাউর রহমান উপস্থিত ছিলেন।

বক্তারা অভিযোগ করেন, অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাবেক সভাপতি ছিলেন। তিনি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তাঁর নিয়োগ জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করার শামিল।

এর আগে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নবনিযুক্ত উপাচার্য সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের নিয়োগ বাতিলের দাবিতে সিলেট নগরের চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষকেরা।

এদিকে নিয়োগ পেয়ে গতকাল বুধবার হবিগঞ্জে উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। যোগাযোগ করলে আজ বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে কর্মসূচি পালন করা হচ্ছে। তবে আমি সবার সহযোগিতা চাইছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’