দুর্ঘটনা-কবলিত অটোরিকশা
দুর্ঘটনা-কবলিত অটোরিকশা

চাঁদপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দম্পতিসহ তিনজন নিহত

চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় বালুবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার গোগরা এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক সবুজ হোসেন (২৫) এবং হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ফুলছোয়া গ্রামের বাহরাইনপ্রবাসী মোজাম্মেল হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী পিংকি আক্তার (৩০)। তাঁদের মধ্যে সবুজ ঘটনাস্থলে এবং ওই দম্পতিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এতে অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় উপজেলার গোগরা এলাকায় অটোরিকশা ও পিকআপটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক সবুজ নিহত হন। পরে অটোরিকশায় থাকা চার যাত্রীকে দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর ঘণ্টাব্যাপী চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে বিভিন্ন যানবাহনের চাপে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে অতিক্রম করতে গিয়ে বালুবাহী পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতর আহত হন। একজনের লাশ হাজীগঞ্জ থানায় এবং বাকি দুজনের লাশ চাঁদপুর সরকারি হাসপাতালে আছে। দুর্ঘটনা-কবলিত অটোরিকশা ও পিকআপ জব্দ করে থানায় এনে রাখা হয়েছে। তবে পিকআপের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর যানজট দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।