গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার নাওজোর এলাকায় বাসের ধাক্কায় আহত পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই শ্রমিকের নাম মোতালেব মিয়া (৩৫)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধর্মদাসগাতী এলাকার মো. মরজেল হেসেনের ছেলে। মোতালেব বাসন থানাধীন ইসলামপুর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে মোতালেব মিয়া হেঁটে নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মোতালেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সিদ্দিক জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত মোতালেব মিয়া মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।