রাজবাড়ীতে চুরির অভিযোগে তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

রাজবাড়ী জেলার মানচিত্র
রাজবাড়ী জেলার মানচিত্র

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দোকানে চুরির অভিযোগে নাসির হোসেন (২৩) নামের এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু বাজারের এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী নাসির হোসেন নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নাসিরের বড় ভাই রাসেল হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেন। তিনি জানান, নাসির ১৭ জুলাই (সোমবার) বেলা আড়াইটার দিকে মনসুর আলী কলেজে গেট এলাকায় ছিলেন। সেখান থেকে তাঁকে চোর অপবাদ দিয়ে ধরে নিয়ে যাওয়া হয়। বিলধামু গ্রামের আক্কাস গাজীর ছেলে চুন্নু গাজী, টুকুর খাঁর ছেলে শাওন খাঁ, শাহিন খাঁ, লুৎফর মণ্ডলের ছেলে নয়ন মণ্ডল, নাইম মণ্ডলসহ আরও অজ্ঞাত চার থেকে পাঁচজন তাঁকে ধরে নিয়ে যান। নাসিরকে বিলধামু বাজারে চুন্নু গাজীর দোকানের সামনে নিয়ে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। তাঁর চোখমুখে এলোপাতাড়িভাবে কিল–ঘুষি মেরে জখম করা হয়। নাসির ডাক–চিৎকার করলে মারধরকারী ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনা পুলিশে জানালে পরবর্তী সময় তাঁকে হত্যা করার হুমকি দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত তিনি নাসিরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নারুয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, সম্প্রতি নারুয়া বাজারে চুন্নু গাজীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজে চোরের চেহারা বোঝা যাচ্ছে না। সন্দেহের জেরে নাসিরকে ধরে এনে পেটানো হয়েছে।

অভিযুক্ত চুন্নু গাজীর মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, রাসেল হোসেন নামের এক ব্যক্তি তাঁর ভাইকে চুরির অপবাদ দিয়ে মারধর করার অভিযোগে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, অভিযোগের অনুলিপি এখনো তাঁর কাছে পৌঁছায়নি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।