জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হাত–পা বাঁধা অবস্থায় এক হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরের আরামনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম রাসেল মিয়া (৩৫)। তিনি আরামনগর বাজারের চা–বিক্রেতা অহিদুল ইসলামের ছেলে ও একই বাজারের হোটেল কর্মচারী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে রাসেলকে কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর রাতে আর তিনি বাড়ি ফিরে যাননি। আজ সকালে আরামনগর বাজারের একটি হোটেল হাত–পা বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানিয়েছেন, রাসেল তাঁর বন্ধুদের পাল্লায় পড়ে জুয়াখেলায় আসক্ত হয়ে পড়েছিলেন। এতে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। জুয়াখেলার পাওনা টাকাকে কেন্দ্র করে কয়েক দিন আগে পাওনাদারদের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, হাত–পা বাঁধা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।