নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. সাইফুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে চাচই গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সাইফুল উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জয়পুর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপির মিছিলে হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় সম্প্রতি থানায় মামলা করেন লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল মল্লিক। এতে উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক, লোহাগড়া পৌরসভার সদ্য সাবেক মেয়র সৈয়দ মসিয়ূর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনসহ আওয়ামী লীগের ১০২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয় আরও ১০০-১৫০ জনকে।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খবির হোসেন প্রথম আলোকে বলেন, ওই মামলায় এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।