রাজবাড়ী থেকে ছিনতাই হওয়া ৪০০ বস্তা চিনিভর্তি ট্রাক যশোর থেকে উদ্ধার করেছে রাজবাড়ী থানা–পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ট্রাকটির চালকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার রাজবাড়ীর পুলিশ সুপার তাঁর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক যশোর কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে আবুল বাশার সরদার (৪০), যশোর কোতোয়ালি থানার কচুয়া গ্রামের কুদ্দুস খানের ছেলে শামীম রেজা (৩৪), একই গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান (৩৮), একই উপজেলার মনসেপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে আলমগীর হোসেন মোল্লা (৩৩) ও কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে বাবু মিয়া (২৫)।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ট্রাকচালক আবুল বাশার ও বাবু মিয়া বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ২৪ অক্টোবর বিকেলে সিলেট কোতোয়ালি থানা সদর এলাকার শেখঘাট কলাপাড়ার মো. আলী হোসেন সরকারের জননী ফুড প্রোডাক্ট কোম্পানির খাদিমনগর বিসিক থেকে প্রায় ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪০০ বস্তা চিনি একটি ট্রাকে তোলা হয়। এরপর ট্রাকটি সিলেট থেকে রংপুরের উদ্দেশে রওনা করে। ট্রাকে চালক আবুল বাশার সরদার ও তাঁর সহকারী (হেলপার) মো. মাহবুবের সঙ্গে কোম্পানির শ্রমিক সারোয়ার হোসেন (১৭) ছিল।
পুলিশ সুপার আরও বলেন, ২৫ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বড় ব্রিজের কাছে পৌঁছালে একটি প্রাইভেট কার তাঁদের গতিরোধ করে। তিন-চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সারোয়ার হোসেনকে আটকে মারধর করে প্রাইভেট কারে তুলে হাত, পা ও মুখ বেঁধে প্রায় ১০ কিলোমিটার দূরে ফরিদপুর কানাইপুর হোসেন ফিলিং স্টেশনের অদূরে মহাসড়কের পাশে ফেলে রাখে। পরদিন ২৬ অক্টোবর ভোরের দিকে নিজেই হাত ও পায়ের বাঁধন খুলে সারোয়ার তার বড় ভাই মোবারক হোসেনকে ফোনে বিষয়টি জানায়। মোবারক হোসেন তাৎক্ষণিক চিনি সরবরাহকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (জিএম) তানজিল ইসলাম ব্যাপারীকে জানান। পরে তিনি রাজবাড়ী এসে ২৭ অক্টোবর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি অভিযোগ করেন।
পুলিশ জানায়, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একাধিক দল তদন্তে নামে। আধুনিক প্রযুক্তির সহায়তা রাজবাড়ী সদর থানা, গোয়ালন্দ ঘাট থানা এবং ডিবি পুলিশের দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরে ২৭ অক্টোবর দিবাগত রাত থেকে ২৮ অক্টোবর দিনব্যাপী যশোর কোতোয়ালি মডেল থানা, কেশবপুর ও অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একে একে ট্রাকচালকসহ চিনিভর্তি ট্রাক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের দেওয়া তথ্যমতে, লুণ্ঠিত ২৩৩ বস্তা চিনি ও চিনি বিক্রির দুই লাখ টাকা, ট্রাক উদ্ধার করাসহ তাঁদের ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান সন্ধ্যায় জানান, গ্রেপ্তার আসামিদের বিকেলে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। এর মধ্যে ট্রাকচালক আবুল বাশার ও বাবু মিয়া দুজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে পাঁচজনকেই কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত চিনি, ট্রাকসহ মূল্যবান জিনিসপত্র থানা হেফাজতে রয়েছে।