ঘড়ির কাঁটায় গতকাল শনিবার রাত সাড়ে নয়টা। চায়ের দোকানে আড্ডায় মজেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা। প্রসঙ্গ, আজ রোববার রাতের বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল খেলা। দোকানে বসা ব্রাজিলের সমর্থকেরা তাঁদের সমর্থন এবার ফ্রান্সকে দিচ্ছেন। তাঁরা খোঁচা দিয়ে বলছেন, আর্জেন্টিনা ফাইনালে একটা পেনাল্টি তো পাবেই, আর গোল করবেই। তবে লিওনেল মেসির শ্রেষ্ঠত্বের বিষয়ে তাঁরা এক। তাই খোঁচা দিলেও আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তাঁরা সুর মিলিয়ে বিশ্বকাপ ফাইনালের শিরোপা মেসির হাতেই মানাবে বলে জানান। সবাই মেসির হাতেই ফাইনালের শিরোপা দেখতে চান।
গতকাল রাত সাড়ে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা পুরাতন বাজারের শেখ রঞ্জুর চায়ের দোকানে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকদের আলোচনায় এসব কথা উঠে আসে। আলোচনার নেতৃত্ব দেন শিক্ষানবিশ আইনজীবী আর্জেন্টিনার সমর্থক মামুন পাঠান। সেখানে আর্জেন্টিনার আরও দুই সমর্থক সজীব পাঠান ও মোবারক ভূঁইয়া এবং ব্রাজিলের সমর্থক উজ্জ্বল পাঠান, ইছা পাঠান ও শেখ দেলোয়ারের মধ্যে চলছে ফাইনাল নিয়ে আলোচনা।
ব্রাজিলের সমর্থকেরা ফাইনালে ফ্রান্সকে সমর্থন দিলেও একে অপরের নানা কথা বলে খোঁচা দিতেও ভুল করছেন না। এক পক্ষ পেনাল্টি নিয়ে আর্জেন্টিনাকে খোঁচাচ্ছে, তো অন্য পক্ষ কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় ব্রাজিল সমর্থকদের নিয়ে হাসাহাসি করছে। অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকেরা আর্জেন্টিনা, মেসি ও মেসির শ্রেষ্ঠত্বের প্রশংসা করছিলেন।
আর্জেন্টিনার সমর্থক মামুন পাঠান বলেন, ‘লিওনেল মেসির হাতে ফুটবল বিশ্বকাপ ফাইনালের শিরোপা দেখতে চাই। মেসি ফুটবল ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্র, যার জন্ম বারবার হয় না। আমাদের বিশ্বাস মেসির হাতেই উঠবে ফাইনালের শিরোপা।’
কিন্তু ব্রাজিলের কট্টর সমর্থক উজ্জ্বল পাঠান বলেন, ফাইনালে আর্জেন্টিনাই জিতবে। কিন্তু ব্রাজিল ফাইনালে না ওঠায় তাঁরা মেসিকে কাঁদতে দেখতে চান।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী চার বন্ধু মেহেদী হাসান, রায়হান ইসলাম, মোবারক হোসেন, আলী আফসার হোসেন ব্রাজিলের সমর্থক। শহরের টিএ রোডের কালীবাড়ি মোড়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় দেখার আয়োজন করেছেন তাঁরা। মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, কোয়ার্টার ফাইনালেই ব্রাজিলের ছিটকে পড়া এখনো কষ্ট দেয়। তবে আর্জেন্টিনা ফাইনাল খেললেও আজ রোববার রাতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করবেন তাঁরা। কারণ এই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা খেলা দেখার জন্য উৎসুক হয়ে আছেন। তিনি বলেন, ‘চার বন্ধু মিলে খরচ জোগাড় করে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, জার্মানির খেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ বড় পর্দায় দেখার আয়োজন করেছি। প্রজেক্টর ও বড় পর্দা স্থাপন করে এর সঙ্গে সাউন্ড বক্স যুক্তসহ নিজেদের জন্য খাবার তৈরি করা যেন অভ্যাস হয়ে গেছে। পুরো মাসজুড়ে একটা উন্মাদনা কাজ করেছে। খেলা শেষ হয়ে যাবে তাই খারাপও লাগছে। একটা শূন্যতা কাজ করবে।’
গতকাল রাতে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বন্ধুদের নিয়ে আড্ডায় বসেন আর্জেন্টিনার সমর্থক অগ্রণী ব্যাংক কর্মকর্তা পার্থ দাস। ব্রাজিল সমর্থক বন্ধুদের খোঁচা দিয়ে তিনি বলেন, ‘ওরা (ব্রাজিলের সমর্থকেরা) আজই আর্জেন্টিনার ফুটবল সমর্থক দলে যোগ দেবে। ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই।’
ব্রাজিলের সমর্থক উজ্জ্বল চক্রবর্তী বলেন, ‘ফ্রান্স নিঃসন্দেহে ভালো দল। তবে আর্জেন্টিনাই ফাইনালে জিতবে। মেসি একজন তারকা খেলোয়াড়। মেসির হাতেই উঠবে শিরোপা। এটা মেসির শেষ বিশ্বকাপ। তাই আমিও চাইব মেসির হাতেই যেন চ্যাম্পিয়নের শিরোপা ওঠে।’
আজ রোববার বিকেল তিনটার দিকে আখাউড়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের করবেন আর্জেন্টিনার সমর্থকেরা। এ বিষয়ে শোভাযাত্রার আয়োজক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ প্রথম আলোকে বলেন, বিকেলে আনন্দ শোভাযাত্রা কলেজ মাঠ থেকে বের হয়ে সড়ক বাজার, লালবাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।