আচরণবিধি লঙ্ঘন

রাজশাহীতে সংসদ সদস্য ফজলে হোসেন ও আ.লীগে প্রার্থী মোহাম্মদ আলীকে তলব

ফজলে হোসেন বাদশা ও মোহাম্মদ আলী
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-২ আসনের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলীকে ব্যাখ্যা দেওয়ার জন্য তলব করা হয়েছে। সোমবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বিকাশ কুমার বসাক স্বাক্ষরিত ওই নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে দুই প্রার্থীকে সশরীর কিংবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, ফজলে হোসেন বাদশা ও মোহাম্মদ আলীর দল গতকাল রোববার রাজশাহী নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এর পরিপ্রেক্ষিতে ওই দুই প্রার্থীকেই তলব করা হয়েছে।

ফজলে হোসেনকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ফজলে হোসেনের পক্ষে দলীয় নেতা-কর্মীরা গতকাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশের কারণে জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তাঁকে বৃহস্পতিবারের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মোহাম্মদ আলীর ব্যাপারে নোটিশে বলা হয়েছে, মোহাম্মদ আলী গতকাল শান্তি মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি নগরের সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সমাবেশের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তাঁকে বুধবারের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালায় (২০০৮) বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

আচরণবিধিতে আরও বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাদের মনোনীত প্রার্থী বা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন নিয়ে মিছিল বের করতে পারবেন না। মহড়াও করা যাবে না।

এ বিষয়ে জানতে ফোন করা হলে ফজলে হোসেন বাদশার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী মোহাম্মদ আলী বলেন, গতকাল আওয়ামী লীগের দলীয় কোনো কর্মসূচিতে ছিলেন না। একটি পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে, এটা হয়তো আগের কোনো কর্মসূচির ছবি। তবে নির্ধারিত সময়ে তিনি ব্যাখ্যা দেবেন।