নিহত
নিহত

বগুড়ার আজিজুল হক কলেজে কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে কলেজটির কামারগাড়ি নতুন ক্যাম্পাসের ১০ তলা ভবনের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মেহেদী হাসান (২৪)। তিনি বগুড়া শহরের মালগ্রাম চকরপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন মিস্ত্রি। এ ঘটনায় কনসার্টের নামে কলেজে ‘অপসংস্কৃতির’ প্রতিবাদে সচেতন শিক্ষার্থী সমাজের ব্যানারে আজ রোববার ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

কলেজ ও পুলিশ সূত্রে জানা যায়, কলেজের দর্শন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল ক্যাম্পাসে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ছিল ব্যান্ড দল ‘অ্যাশেজ’–এর কনসার্ট। সেই কনসার্ট দেখতে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগত কিশোর, তরুণ ও যুবকদের ঢল নামে ক্যাম্পাসে। কনসার্ট দেখতে আসা তরুণ মেহেদী হাসানের সঙ্গে দুই যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেহেদীকে ক্যাম্পাসের ১০ তলা ভবনের পেছনে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করা হয়। আশপাশের লোকজন মেহেদীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরে রাত নয়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, ছুরিকাঘাতে তরুণকে হত্যার সঙ্গে জড়িত দুজনের নাম–পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁদের আটকের চেষ্টা চলছে। আর নিহত তরুণের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।