বরগুনার পাথরঘাটায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শতকর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল বাশার (৫৫)। তিনি আলিফ পরিবহনের সুপারভাইজার ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামে।
পাথরঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে শতকর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আলিফ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা গ্রামীণ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহত আবুল বাশারের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে আহত ১২ জনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনায় নিহত আলিফ পরিবহনের সুপারভাইজার আবুল বাশারের লাশ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘটনাস্থলে রাখা হয়েছে।