সাভারে শ্রমিক আন্দোলন

আরও ৫টি মামলা, কারখানা বন্ধ ৫৮টি

কারখানা বন্ধের নোটিশ দেখছেন এক পোশাকশ্রমিক। রোববার ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায়
প্রথম আলো ফাইল ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় চলমান শ্রমিক আন্দোলনের জেরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় আরও ৫টি মামলা হয়েছে। এ নিয়ে মোট মামলার সংখ্যা ১৭টি। এসব মামলায় ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার। আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শাহিদুল ইসলাম বলেন, আগের ১২টি মামলার পর গতকাল আরও ৫টি মামলা করেছে ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বেতন বাড়ানোর দাবিতে গত ২৯ অক্টোবর থেকে সাভার ও আশুলিয়ার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে ৭ নভেম্বর ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা ঘোষণার পর ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকেরা। আশুলিয়া শিল্প পুলিশ-১–এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ১ হাজার ৭৯২টি কারখানার মধ্যে গত শনিবার ১৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। রোববার অর্ধেকের বেশি কারখানা খুলে যায়। আজ দুপুর পর্যন্ত বন্ধ কারখানার সংখ্যা ছিল ৫৮টি।

আশুলিয়া শিল্প পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘আমরা লক্ষ করছি শ্রমিকদের মধ্যে কাজ করার আগ্রহ আছে। তাঁরা শান্তিপূর্ণভাবে কাজ করতে চান। আশা করছি বন্ধ কারখানাগুলো দ্রুত খুলে যাবে।’