গাজীপুরের কালিয়াকৈরে সিলিন্ডারে লাগা আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম নাদেম হোসেন (২২)। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হলো।
গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদেম।
নিহত নাদেম হোসেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর গ্রামের আবদুর রহিমের ছেলে। দুর্ঘটনাস্থল কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। নাদেম একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর স্ত্রী ও এক ছেলে গ্রামের বাড়িতে থাকতেন।
নাদেম হোসেনের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ। তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, নাদেমের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন মারা গেছেন।
আগুন লেগে মোট ৩৬ জন দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটে ১৩ মার্চ সন্ধ্যায়। তাদের মধ্যে ৩৪ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী জমি ভাড়া নিয়ে কলোনি তৈরি করে ঘর ভাড়া দিয়েছেন। ওই বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পাশের একটি দোকান থেকে তিনি একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। সেই সিলিন্ডার লাগানোর সময় চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। এ সময় আশপাশের উৎসুক নারী, পুরুষ ও শিশুদের শরীরে আগুন লেগে যায়।