চট্টগ্রামের লোহাগাড়ায় লোকালয় থেকে ইন্ডিয়ান পাইথন প্রজাতির একটি অজগর উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এর দৈর্ঘ্য ছয় ফুট। আজ শনিবার সকাল ১১টার দিকে অজগরটি উপজেলার চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়। গতকাল শুক্রবার রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মাইজপাড়া এলাকায় একটি পুকুরপাড়ে দেওয়া জালে আটকা পড়ে অজগরটি।
চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে গতকাল রাত একটার দিকে অজগরটি উদ্ধার করতে যায় চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের একটি দল। এ সময় উপস্থিত ছিলেন অভয়ারণ্য বিট কর্মকর্তা দ্বিজেশ চাকমা। পরীক্ষা-নিরীক্ষা শেষে সাপটি অবমুক্ত করা হয়।