বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সি-ব্লক এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাজা মিয়া (৪৫)। তিনি উপজেলার আমরুল ফুলকোট গ্রামের বাসিন্দা। তিনি ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলা সদর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাজা মিয়া। সি-ব্লক এলাকায় পৌঁছালে বগুড়া থেকে আসা ঢাকাগামী একটি কোচ পেছন থেকে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান রাজা মিয়া। গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের শেরপুর ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জয়নাল আবেদীন বলেন, অজ্ঞাতনামা একটি কোচ পেছন থেকে মোটরসাইকেলচালক রাজা মিয়াকে চাপা দিয়ে চলে যায়। লাশটি উদ্ধার করে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়িচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।