মৌলভীবাজারের জুড়ীতে ব্যক্তিমালিকানাধীন একটি টিলা কেটে মাটি বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। ওই টিলা কেটে মাটি বিক্রি করে গোবরের প্রলেপ দিয়ে স্থানটি আড়ালের চেষ্টা চালানো হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত টিলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
আজ বুধবার বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দক্ষিণ বড়ডহর এলাকায় ইউনুস আলী নামের এক ব্যক্তির মালিকানাধীন ২৫ থেকে ৩০ ফুট উচ্চতার প্রায় ৩০ শতক আয়তনের একটি টিলা রয়েছে। সপ্তাহখানেক ধরে ওই টিলার মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। ট্রাকে করে মাটি পরিবহন করা হতো। প্রতিদিনের মতো আজ সকালেও এ কাজ শুরু হয়। খবর পেয়ে বিকেলের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। টের পেয়ে এর আগেই ইউনুস আলীর পরিবারের সদস্যরা টিলার কাটা স্থান গোবরের প্রলেপ দিয়ে ঢেকে রাখেন। অভিযানকালে বিষয়টি আদালতের নজরে পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্বীকার করেন। এরপর টিলার মালিক ইউনুস আলীর ছেলে আফজাল হোসেনকে জরিমানা করা হয়। অভিযানকালে জুড়ী থানার পুলিশের একটি দলও উপস্থিত ছিল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টিলা কেটে মাটি বিক্রির দায়ে ২০১০ সালের (সংশোধিত ২০২৩) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে টিলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।