জামালপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইকে ট্রাকের ধাক্কায় চালকসহ তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা একটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন মো. সোলায়মান হোসেন (৫৫), আবদুল মজিদ (৪৮) ও জয়নাল আবেদীন (৪২)। আহত ব্যক্তিরা হলেন হানিফ মিয়া (৫৮), মো. শফিকুল ইসলাম (৫৫), মো. খলিল (৬০) ও সাহেদ আলী (৬০)। নিহত ও আহত সবার বাড়ি সদর উপজেলার ইটাইল এলাকায়। তাঁদের মধ্যে জয়নাল ইজিবাইকচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ইটাইল এলাকার ওই সাতজন একটি ইজিবাইকে শেরপুর সদর উপজেলার মুরশিদপুরে এক পীরের দরবার শরিফে যাচ্ছিলেন। যাওয়ার পথে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় চালক ইজিবাইকটি দাঁড় করিয়ে প্রস্রাব করতে যান। এ সময় জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের ওই সাত যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সোলায়মান ও আবদুল মজিদের মৃত্যু হয়। আর জয়নাল আবেদীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। অপর চারজনের মধ্যে শফিকুল ইসলাম ছাড়া বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত জয়নাল আবেদীনের মামা আবদুল জলিল বলেন, ‘তারা সবাই পীরের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে একসঙ্গে বের হয়। যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে আমার ভাগনেও মারা যায়। সে পেশায় ইজিবাইকচালক ছিল। তার আয় দিয়েই পুরো সংসার চলত।’
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, স্থানীয় মানুষের মাধ্যমে জানা গেছে, ইজিবাইকটি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ট্রাকটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতেই ওই ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন। তাঁদের মধ্য থেকে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন।