তরুণ প্রজন্মকে প্রধানমন্ত্রীর নেতৃত্ব অনুসরণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নড়াইল শহরের সুলতান মঞ্চ চত্বরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মাশরাফি।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ প্রজন্মের উদ্দেশে মাশরাফি বলেন, ‘আপনারা প্রধানমন্ত্রীর নেতৃত্বকে লক্ষ করবেন। আমার বিশ্বাস, তাহলে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নড়াইল জেলা গড়া সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়ে অনেক বাধাবিপত্তি, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু উনি (প্রধানমন্ত্রী) গড়িয়ে দিয়ে গেছেন।’
মাশরাফি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়ে প্রথমে বাধা এসেছিল। আজকে যখন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেন, তখন কিন্তু বাধা আসে না। আজকে সবাই বিশ্বাস করে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। আর স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে একমাত্র তরুণ প্রজন্মের যাঁরা নেতৃত্বে আছেন, তাঁদের মাধ্যমে। তাই আমি আপনাদেরকে আহ্বান জানাব, প্রধানমন্ত্রীর নেতৃত্বকে মেনে সামনে কীভাবে এগিয়ে যাওয়া যায় এবং আপনার গ্রাম-শহরকে আপনি কীভাবে নেতৃত্ব দেবেন, সেই জিনিসগুলো আপনারা অনুধাবন করবেন।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস। জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরফুল আলম লিটুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান প্রমুখ।