চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগরের মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানা-পুলিশ। পরে তাঁকে ডাবলমুরিং থানায় নেওয়া হয়।
আরিফুল ইসলাম চৌধুরী ডাবলমুরিং থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। এ ছাড়া তিনি সীতাকুণ্ড থানায় একটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানায় পুলিশ।
ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রাতে আরিফুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম নগরের মনছুরাবাদের এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে তাঁরা ওই বাসায় অভিযান চালান। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান হয়েছিলেন।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার বলেন, উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় যুবদলের একটি পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার ঘটনায় করা মামলার আসামি আরিফুল ইসলাম চৌধুরী। ডাবলমুরিং থানা-পুলিশ তাঁর বিরুদ্ধে আরও মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করছে। পরে সীতাকুণ্ড থানাকে জানালে তাঁরাও গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া করবেন বলে জানান।