গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ডুবাইলের একটি সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে কালিয়াকৈর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, আজ সকালে ডুবাইলের একটি আঞ্চলিক সড়কের পাশে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, নিহত যুবকের পা ভাঙা ছাড়া শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।