ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে চেয়ারম্যান পদের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম (মাসুম) ওই নোটিশ দিয়েছেন। আজ রোববার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ পাওয়া তিন প্রার্থী হলেন গোলাম মোস্তফা (দোয়াত-কলম), মো. কামরুজ্জামান (টেলিফোন) ও মো. মহিউদ্দিন (মোটরসাইকেল)।
গোলাম মোস্তাফাকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, তিনি আচরণবিধি ভঙ্গ করে গাড়িতে পোস্টার প্রদর্শন, পলিথিনে মোড়ানো ব্যানার লাগানো, অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প স্থাপন, বাজারে ও সড়কে নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছেন। এমনকি তাঁর বিরুদ্ধে মোটরসাইকেলে মহড়া ও মসজিদে প্রচারণার অভিযোগ রয়েছে। আজ বেলা ১১টায় গোলাম মোস্তাফাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্লাস্টিকের ব্যানার (পিভিসি) ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং নির্বাচনী ক্যাম্পে ভোটারদের জন্য খাদ্য সরবরাহ করেছেন। তাঁকে আজ বেলা একটায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
আরেক প্রার্থী মো. মহিউদ্দিনের বিরুদ্ধে প্লাস্টিকের আবরণে মোড়ানো পোস্টার ও প্লাস্টিকের ব্যানার (পিভিসি) ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। তাঁকে আজ দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজুল আলম প্রথম আলোকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই তিন প্রার্থীর আচরণবিধি ভঙ্গের প্রমাণ পেয়েছেন। এ কারণে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে।
৫ জুন চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী রয়েছেন।