নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন

স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভীতি প্রদর্শনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থীকে তলব

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের ভীতি প্রদর্শনের অভিযোগে নওগাঁ-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নওগাঁ-৬ আসনের জন্য গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সহকারী জজ আফসান ইলাহী এ নোটিশ দেন।

ওই নোটিশ সূত্রে জানা গেছে, নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (সুমন) নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে একটি অভিযোগ করেন। ওমর ফারুকের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেনের নেতা-কর্মী ও আত্মীয়স্বজন তাঁর কর্মীদের ভীতি প্রদর্শন করেছেন। তাঁর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনকে লিখিত বক্তব্য প্রদানের জন্য, অন্যান্য সাক্ষীসহ আগামী সোমবার নওগাঁ-৬ সংসদীয় আসনের জন্য গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় নওগাঁর আত্রাই সহকারী জজ আদালতে সশরীর অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হলো।

স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। তিনি প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে আনোয়ার হোসেনের নেতা-কর্মী ও তাঁর আত্মীয়স্বজন তাঁর কর্মীদের নানাভাবে ভীতি প্রদর্শন করছেন। এ ব্যাপারে গত মঙ্গলবার তিনি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটি গতকাল দুপুরে ভুক্তভোগী চার ব্যক্তির সাক্ষ্য শোনেন। এরপর অভিযোগের সত্যতা পাওয়ায় আওয়ামী লীগের প্রার্থীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আশা করছেন, তিনি ন্যায়বিচার পাবেন।

কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা উল্লেখ করে সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার নেতা-কর্মী ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। নির্বাচনী অনুসন্ধান কমিটি নোটিশের পরিপ্রেক্ষিতে উপযুক্ত সাক্ষ্যপ্রমাণসহ আমি আমার জবাব দেব।’