মামলা
মামলা

হাজীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় আরেকটি মামলা

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় আরও একটি মামলা হয়েছে। আজ রোববার নিহত মো. সায়মুনের (১৬) মামা সাইফুল ইসলাম অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় মামলা করেন।
এর আগেও এ ঘটনায় একটি মামলা করা হয়। আজ পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

মামলার অভিযোগে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যার পর দুই পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হাজীগঞ্জ বাজার এলাকায় বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দাঙ্গা–হাঙ্গামায় লিপ্ত হয়ে হত্যার উদ্দেশে মারধর, অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি সাধন ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে আহত সায়মুন চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায়। এ ঘটনায় এখনো হাজীগঞ্জ বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন।

আজ সকালে সায়মুনের লাশ চাঁদপুরে আনা হলে পুলিশ লাশের ময়নাতদন্ত করতে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুপুরে ময়নাতদন্ত শেষে তার লাশ দাফনের জন্য চাঁদপুর সদরের মহামায়া চর বরকল এলাকার নিজ গ্রামে নেওয়া হয়।

ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আজ নিহত সায়মনের মামা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।