খুলনা জেলার মানচিত্র
খুলনা জেলার মানচিত্র

কয়রায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নিরাপত্তা চান ভুক্তভোগী

খুলনার কয়রায় পূর্বশত্রুতার জেরে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মাছের ঘেরে লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে কয়রা উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ইসলামপুর গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগী ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন।

লিখিত বক্তব্যে মোশাররফ জানান, ইসলামপুর গ্রামের মুকুল গাইন ও তাঁর স্বজনদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁদের পারিবারিক বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত ৬ আগস্ট দুপুরে মুকুল গাইন ও তাঁর ভাই আলমগীর হোসেনের নেতৃত্বে ১৬ থেকে ১৮ জন ব্যক্তি মোশাররফের বাড়িতে হামলা চালান। তাঁরা তিনটি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন। একপর্যায়ে মোশাররফের মালিকানাধীন মৎস্যঘেরে জাল ফেলে মাছ লুট করে নিয়ে যান তাঁরা।

এ ঘটনায় নিজেদের ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মোশাররফ। তিনি বলেন, ‘আমি নিরুপায় হয়ে গত ২২ আগস্ট ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০–১২ জনের নামে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করি। বর্তমানে মামলাটি চলমান। ওই মামলা তুলে না নিলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রতিপক্ষের লোকেরা। ভয়ে–আতঙ্কে এ পর্যন্ত আমি পরিবার নিয়ে বাড়িতে ফিরতে না পেরে অন্যত্র বসবাস করছি।’

এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে মোশাররফ বলেন, ‘অপরাধীদের শাস্তি ও সম্পদের ক্ষতিপূরণসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মুকুল গাইন। তিনি বলেন, ‘মিথ্যা অভিযোগ করে আমাদের ওপর দায় চাপানোর অপচেষ্টা হচ্ছে। এসব কর্মকাণ্ডে তাঁরা জড়িত নন।’

এ বিষয়ে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।