পদ্মা নদীতে দুটি স্পিডবোটের সংঘর্ষে আহত কয়েকজনকে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
পদ্মা নদীতে দুটি স্পিডবোটের সংঘর্ষে আহত কয়েকজনকে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

পদ্মায় দুই স্পিডবোটের সংঘর্ষে একজনের মৃত্যু, ৩ ম্যাজিস্ট্রেটসহ আহত ১১

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোক্তার হোসেন (২৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ঘটনায় তিন ম্যাজিস্ট্রেটসহ ১১ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মনাই হাওলাদারকান্দি এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহত তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার বাসিত সাত্তার ও আবদুল্লাহ আল মামুন এবং ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ। তাঁরা উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শেষে উপজেলা সদরে ফিরছিলেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চল কাঁচিকাটা ইউপিতে গতকাল নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে দায়িত্ব পালন করেন তিন ম্যাজিস্ট্রেট। তাঁরা তিনজন এবং তাঁদের সঙ্গে থাকা ওই কার্যালয়ের অফিস সহকারীরা গতকাল রাত আটটার দিকে স্পিডবোটে করে ভেদরগঞ্জের মনাই হাওলাদারকান্দি ঘাটের দিকে রওনা হন। ঘাটের কাছাকাছি পৌঁছালে আরেকটি স্পিডবোটের সঙ্গে তাঁদের স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বহন করা স্পিডবোটের ১০ জন আহত হন। আর অপর স্পিডবোটের দুজন আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। রাত ১০টার দিকে সেখানে মোক্তার হোসেন নামের একজনের মৃত্যু হয়। মোক্তার ভেদরগঞ্জের উত্তর তারাবনিয়া এলাকার বাসিন্দা।

স্পিডবোটের যাত্রী ও জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী জুয়েল পাল প্রথম আলোকে বলেন, ‘কাঁচিকাটা ঘাট থেকে রওনা দেওয়ার পর আমাদের বহনকারী স্পিডবোটটি ঘাটের কাছাকাছি চলে এসেছিল। বিপরীত দিক থেকে একটি স্পিডবোট হঠাৎ সজোরে আমাদের বোটটিকে ধাক্কা দেয়। আমরা ছিটকে একেকজন একেক দিকে পড়ে যাই। আহত অবস্থায় স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করেছেন।’

ভেদরগঞ্জের ইউএনও রাজিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের কাজ শেষ করে আমাদের কর্মকর্তা ও কয়েকজন অফিস সহকারী ফিরছিলেন। তাঁরা ঘাটের কাছে পৌঁছানোর আগে একটি স্পিডবোট তাঁদের ওপর উঠিয়ে দেওয়া হয়। আমাদের তিন কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন। অন্য বোটের কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানতে পারিনি। আমাদের আহত দুজন কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।’

ভেদরগঞ্জের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। কারা স্পিডবোট চালাচ্ছিলেন, আর কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হবে।