নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানকে পুনরায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনীত করায় আচরণবিধি লঙ্ঘন করে আনন্দমিছিল করেছে ছাত্রলীগ। আজ রোববার সন্ধ্যায় নগরীর সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আনন্দমিছিলটি বের করেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতা–কর্মীরা। তাঁরা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের অনুসারী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শামীম ওসমানকে নারায়ণগঞ্জ-৪ আসনে পুনরায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কয়েক শ নেতা–কর্মী আচরণবিধি লঙ্ঘন করে মিছিল বের করেন। এ সময় তাঁরা মিছিল নিয়ে নগরীরের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেসক্লাব হয়ে নগরের চাষাঢ়া বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। এ সময় তাঁরা মিছিল থেকে ‘শামীম ভাইয়ের নৌকা নৌকা’, ‘নারায়ণগঞ্জের মাটি শামীম ভাইয়ের ঘাঁটি’, ‘খেলা খেলা হবে’ ইত্যাদি স্লোগান দেন নেতা–কর্মীরা। মিছিলের কারণে নগরীতে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার প্রজ্ঞাপনের ৬–এর (ঘ) উল্লেখ করা আছে, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এমন কোনো সড়কে জনসভা কিংবা পথসভা করা যাবে না। তাঁদের (রাজনৈতিক দল ও মনোনীত প্রার্থী) পক্ষে কোনো ব্যক্তিও অনুরূপ জনসভা ও পথভা করতে পারবেন না।
বিষয়টি নজরে আনা হলে জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ প্রথম আলোকে বলেন, মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। কেউ মিছিল করে থাকলে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। আর নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, মিছিলের বিষয়টি তাঁদের জানা নেই।