গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী বাস বন্ধ, ঢাকাগামী বাসও ফরিদপুর দিয়ে যাচ্ছে না

গোপালগঞ্জ জেলার মানচিত্র
গোপালগঞ্জ জেলার মানচিত্র

ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ থেকে ঢাকার গাবতলীগামী যেসব বাস ফরিদপুর হয়ে চলাচল করে সেগুলোও আজ ফরিদপুর না গিয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল করছে।

মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে বাস ধর্মঘট শুরু করেছে ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তবে বিএনপির নেতাদের অভিযোগ, শনিবার ফরিদপুরে বিএনপির গণসমাবেশ কর্মসূচিতে জনসমাগম ঠেকাতে ‘সরকারের ইন্ধন’-এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বুলবুল ইসলাম বলেন, বিএনপির গণসমাবেশ কেন্দ্র করে গোপালগঞ্জ থেকে ফরিদপুরগামী বাস চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুরের ওপর দিয়ে বাস বন্ধ থাকায় গোপালগঞ্জ থেকে ঢাকার সাভার, নবীনগর, গাবতলীগামী যাত্রীদের পদ্মা সেতু হয়ে ঢাকায় গিয়ে গাবতলী-সাভারের দিকে যেতে হচ্ছে। ফলে তাঁদের সময় বেশি লাগছে। তবে জেলার অন্য সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে গণসমাবেশে যোগ দিতে গোপালগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা আগেই ফরিদপুরে পৌঁছেছেন বলে জানিয়েছেন জেলা যুবদলের সভাপতি সিকদার শহিদুজ্জামন। তিনি বলেন, দুদিন আগে তাঁদের কিছু নেতার বাসায় পুলিশ প্রশাসন এসে সমাবেশে যেতে নিষেধ করেছে। তবে গোপালগঞ্জ থেকে আসার পথে কোনো প্রকার বাধা দেয়নি।

গ্রেপ্তারের আতঙ্কে নেতা-কর্মীরা একজোট হয়ে না গিয়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন পন্থায় ফরিদপুরে পৌঁছেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক রাফিক শরীফ।