গোয়ালন্দে ডিমওয়ালা ইলিশে বাজার সয়লাব

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন হাটে এসেছে ডিমওয়ালা ইলিশ। আজ রোববার সকালে দৌলতদিয়াঘাট বাজারে
ছবি: প্রথম আলো

মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৮ অক্টোবর শুক্রবার মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন হাটবাজারে পদ্মার ইলিশ মাছ আসতে শুরু করেছে। এর মধ্যে ডিমওয়ালা ইলিশ চোখে পড়ার মতো। বাজারে মাছ অনেক থাকায় দাম কিছুটা কম ছিল। গতকাল শনিবার উপজেলার দৌলতদিয়া বাজারে ৩০ লাখ টাকার বেশি ইলিশ বিক্রি হয়েছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান ও অন্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ছিল। এই সময় ইলিশ মাছ বিপণন, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতেও নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হলে গতকাল থেকে গোয়ালন্দ শহরের দৌলতদিয়াঘাট বাজার, অন্তারমোড় বাজার, পৌর জামতলা বাজার, চর দৌলতদিয়া হাট, উজানচর জামতলা বাজারে বিক্রেতারা প্রচুর ইলিশ নিয়ে আসেন বিক্রির জন্য। এর মধ্যে ডিমওয়ালা ইলিশের পরিমাণ কম নয়।

আজ সকাল সাতটার দিকে দৌলতদিয়াঘাট টার্মিনাল–সংলগ্ন বাজারে দেখা যায়, সেখানে অনেক মানুষের সমাগম। ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ বাজারে উঠেছে। জেলেরা ভ্যানে ঝুড়ি ভর্তি করে ইলিশসহ অন্যান্য মাছ বিক্রি করতে আসছেন। অধিকাংশ ইলিশ মাঝারি আকারের। একটু বড় ইলিশ হলে সেগুলোর পেটভর্তি ডিম।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট আকারের ইলিশ ৩৫০ থেকে ৪৫০ টাকায়, মাঝারি আকারের ইলিশ ৫৫০ থেকে ৭০০ টাকায়, ১ কেজির কাছাকাছি ওজনের ইলিশ ৮০০ থেকে ১ হাজার টাকায়, ১ কেজি থেকে দেড় কেজির ইলিশ ১১০০ থেকে ১৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেড় কেজি বা তার ওপরের বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকায়। আড়ত ঘরের সামনে ডালার ওপর ইলিশ রেখে নিলামে হাঁকডাক করে বিক্রি হচ্ছে। ইলিশের সরবরাহ বেশি হওয়ায় ছোট ও অন্যান্য মাছের দাম তুলনামূলক কম যাচ্ছে।

রাজবাড়ীর ভাজনডাঙ্গা থেকে প্রাইভেট কার নিয়ে আসা মো. রফিকুল ইসলাম বলেন, প্রচুর ইলিশ ধরার খবর পেয়ে আজ ভোরে ছেলেকে সঙ্গে করে মাছ কিনতে এসেছি। ১৮ হাজার টাকার মাছ কিনেছি। পদ্মার ইলিশ কয়েক দিন পর পাওয়া যাবে না। পাওয়া গেলেও দামের কারণে কাছে যাওয়া যাবে না। ঢাকায় থাকা আত্মীয়দের বাসায় পাঠাতে হবে, তাই বেশি কিনেছি।

গোয়ালন্দ উপজেলার ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন বলেন, বাজারে প্রচুর ইলিশ উঠেছে। কিন্তু দুঃখের বিষয়, বেশির ভাগ ইলিশের পেটভর্তি ডিম। ৫০০ গ্রাম থেকে এক কেজি বা তার ওপরের ইলিশের পেটভর্তি ডিম। সরকারের এই নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১০ থেকে ১৫ দিন বাড়ানো উচিত। তাহলে এসব ইলিশ ডিম ছেড়ে দিত বা এত ডিমওয়ালা ইলিশ ধরা পড়ত না।

দৌলতদিয়াঘাট বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মণ্ডল বলেন, নিষেধাজ্ঞা শেষে গতকাল প্রথম দিনে এই বাজারে ৩০ লক্ষাধিক টাকার ইলিশ বিক্রি হয়েছে। ইলিশের এই সরগরম হয়তো আরও তিন থেকে চার দিন থাকতে পারে।