নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এক কাউন্সিলরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে থেকে নৌকা প্রতীকের পক্ষে মাইকিং করে প্রচারণা চালানোর অভিযোগে পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার দুপুর সোয়া একটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, আচরণবিধি অনুসারে প্রার্থীদের নির্বাচনী মাইকিং করতে হবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। কিন্তু সীতাকুণ্ড পৌর সদরের কাউন্সিলর দিদারুল আলম নির্ধারিত সময়েরও এক ঘণ্টা আগে উপজেলা পরিষদ কার্যালয় এলাকায় নৌকা প্রতীকের পক্ষে মাইকিং করছিলেন। এ সময় সীতাকুণ্ড পৌর সদরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছিল। উচ্চ স্বরে মাইকিংয়ের ফলে প্রশিক্ষণে ব্যাঘাত হচ্ছিল। এ কারণে তাঁকে জরিমানা করা হয়।
এ বিষয়ে কাউন্সিলর দিদারুল আলম প্রথম আলোকে বলেন, আজকে তাঁদের ওয়ার্ডে একটি নির্বাচনী সভা ছিল। সভার জন্য সীতাকুণ্ড পৌর সদরের বাজার থেকে মাইক নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় কেউ হয়তো মাইক বাজাতে শুরু করেন। এ জন্য তাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।