বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রথম দিনে বগুড়ার শাজাহানপুর উপজেলায় খড়বোঝাই চলন্ত ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বগুড়ার দুপচাঁচিয়া থেকে খড়বোঝাই ট্রাকটি পাবনা যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত পথ রোধ করে ট্রাকটির কেবিনের কাচ ভাঙচুর করে। পরে খড়ে আগুন দিয়ে পালিয়ে যায় তারা, তবে ট্রাকচালক ও তাঁর সহকারী অক্ষত আছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।