লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে প্রায় ৫০ কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়খেরী ইউনিয়নের বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
ডলফিনটি লম্বায় চার ফুট। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। বেলা তিনটার দিকে ডলফিনটি বড়খেরী পুলিশ ফাঁড়ির কাছে মাটিতে পুঁতে ফেলা হয়। নিষিদ্ধ ফাঁদ জালে আটকে পড়ে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, হঠাৎ মৃত ডলফিনটি নদীতে ভেসে ওঠে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তাৎক্ষণিকভাবে ডলফিনটি নদী থেকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। রামগতি বা লক্ষ্মীপুরে এবার প্রথম মৃত ডলফিন ভেসে এল। এর আগে এমন ঘটনা ঘটেনি।
বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহম্মদ বলেন, রামগতি থেকে বঙ্গোপসাগরের অবস্থান কাছে। রামগতির মেঘনায় কখনো ডলফিন দেখা যায়নি। হঠাৎ দুপুরে মৃত অবস্থায় ডলফিনটি ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগর থেকে স্রোতে ডলফিনটি ঘটনাস্থলে ভেসে এসেছে। তিনি বলেন, জেলার নির্বাহী কর্মকর্তা ও প্রাণিসম্পদ বিভাগকে খবর দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের নির্দেশে ডলফিনটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।