ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার সিডস্টোর বাজারের ঢালিবাড়ী মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম মো. স্বপন খান (৫৫)। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার সাঙ্গর এলাকার আইয়ুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সিডস্টোর বাজার ঢালিবাড়ী মোড়ে বালুবাহী ড্রাম ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের কয়েকজন যাত্রী। তবে প্রাথমিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নিহত বাসচালকের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।