চুয়াডাঙ্গায় নিখোঁজের ৪ দিন পর ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের চার দিন পর আবু সাঈদ (২৫) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়ায় নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের লিফটের চ্যানেলের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ার রইচ উদ্দিনের ছেলে। তিনি জীবননগর বাজারে ‘ইয়ান শু’ নামের একটি জুতার দোকানের মালিক ছিলেন। ২ এপ্রিল ভোর থেকে নিখোঁজ ছিলেন তিনি। নির্মাণাধীন বাড়িটির মালিক ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামপুর নয়াপাড়া গ্রামের প্রবাসী কবির হোসেন।

নিহত আবু সাঈদের বাবা রইচ উদ্দিন জানান, ২ এপ্রিল ভোরে সাহ্‌রি খাওয়ার পর ফজরের নামাজ আদায় করতে এলাকার মসজিদে যান সাঈদ। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর নেওয়ার পর কোথাও সন্ধান না পেয়ে ৩ এপ্রিল জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, আজ সকালে হাসপাতালপাড়ার নির্মাণাধীন ওই ভবনে কাজ করতে গিয়ে দুর্গন্ধ পান শ্রমিকেরা। উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখেন, নির্মাণাধীন বহুতল ভবনের লিফটের চ্যানেলের নিচে পানিতে একটি লাশ ভাসছে। বিষয়টি দ্রুত এলাকাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুরে জীবননগর থানা-পুলিশের একটি দল ওই তরুণের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের ঘটনায় নিহত ব্যক্তির বাবা রইচ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। তবে নিহত ব্যক্তির পরিবার হত্যার পেছনের কারণ নিয়ে কিছু জানাতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।