আগুন
আগুন

বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন, ৫ দিন পর ইউপি সদস্যের মৃত্যু

১৪ আগস্ট গভীর রাতে বাইরে থেকে দরজা আটকে জানালা দিয়ে শোয়ার ঘরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ওই বাড়ির কর্তা ও যশোরের ঝিকরগাছা উপজেলায় গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তালিমুল ইসলাম খানসহ (৩৮) পরিবারের চারজন দগ্ধ হন। তাঁদের মধ্যে তালিমুলে স্ত্রী ও ছেলেশিশু আছে। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার রাতে তালিমুল রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান ।

ওই ইনস্টিটিউটেই চিকিৎসাধীন তালিমুলের স্ত্রী মুক্তা বেগম ও ছেলে মেহেমিদ খানের (৩)। তাঁরা এখনো আশঙ্কামুক্ত নন বলে স্বজনেরা জানিয়েছেন।

তালিমুলের ভাই মো. ওবায়দুল খান আজ মঙ্গলবার সকালে বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে ভাই মারা গেছেন। শাহবাগ থানার মাধ্যমে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে দাফন করা হবে। সে দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ভাইয়ের পরিবারের তিনজন ও আমি নিজে দগ্ধ হয়েছি। আমরা চারজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছি।’