দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নেওয়ার সময় চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার শিবনগর ইউনিয়নের গোয়ালপাড়া ও মাছুয়াপাড়ার মধ্যবর্তী ইটভাটার পাশে একটি বাগান থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার রাতেই ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
নিহত চালকের নাম জনি আহম্মেদ (২১)। তিনি উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। অটোরিকশা ভাড়ায় নিয়ে চালাতেন জনি।
নিহত জনির পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন জনি। সাধারণত রাত ১০টার মধ্যে গ্যারেজে অটোরিকশা জমা দিয়ে বাড়িতে ফেরেন তিনি। কিন্তু গতকাল রাতে আর বাড়িতে ফেরেননি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। আজ রোববার সকালে ফেসবুকে লাশের ছবি দেখে ঘটনাস্থলে গিয়ে জনির লাশ শনাক্ত করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম বলেন, রাতে টহলে থাকা পুলিশ সদস্যরা অটোরিকশাটি উদ্ধার করেছেন। অটোচালককে খোঁজাখুঁজির পর তাঁর লাশ একটি বাগান থেকে উদ্ধার করা হয়। নিহত জনির গলায় ছোট কাঁচি দিয়ে খুঁচিয়ে ফুটো করা হয়েছে। রক্তমাখা কাঁচিটিও উদ্ধার করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে জনির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। স্বজনদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।