টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে ক্লাস নেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক স্কুলশিক্ষক। ওই শিক্ষকের নাম রিনা আক্তার (৪৫)। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুরা গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জগৎপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় তিনি মারা যান।
উত্তর জগৎপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, ওই শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন। এ সময় হঠাৎ চেয়ার থেকে মেঝেতে পড়ে যান। পরে সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুস সোবহান জানান, হাসপাতালে নিয়ে আসার আগে রিনা মৃত্যুবরণ করেন। পরে তাঁর সহকর্মী ও স্বজনেরা ওই শিক্ষকের মরদেহ বাসায় নিয়ে যান। রিনা আক্তারের সহকর্মীরা জানিয়েছেন, তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।