বিকাশ–প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে বই উপহার পেল ১৮ টি প্রতিষ্ঠান।
বিকাশ–প্রথম আলো  ট্রাস্টের উদ্যোগে ফরিদপুরে বই উপহার পেল ১৮ টি প্রতিষ্ঠান।

বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ

ফরিদপুরে ১৮টি প্রতিষ্ঠান পেল ৫ হাজার ৬০টি বই

‘দেশ–বিদেশের ইতিহাস ও ঐতিহ্য জানতে বইপাঠের কোনো বিকল্প নেই। একটি বই চলমান লাইব্রেরির মতো। বই বিমুখতা আমাদের পিছিয়ে দিচ্ছে। তাই বইএর কাছে আমাদের ফিরে যেতে হবে।’

ফরিদপুরে বিকাশের উদ্যোগে ও প্রথম আলো ট্রস্টের সহযোগিতায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর সাহিত্য পারষদের সভাপতি আলতাফ হোসেন এ কথা বলেন।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ১৮টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ৫ হাজার ৬০টি বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের মহাব্যবস্থাপক রুখসানা মিলি, টিআইবির অনুপ্রেরণায় গঠিত ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শিপ্রা রায়, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর প্রবীর কান্তি বালা। অনুষ্ঠানে বিকাশের মহাব্যবস্থাপক (বিপণন) জাফর ইকবাল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বই বিতরণের পটভূমি সম্পর্কে বিকাশের মহাব্যবস্থাপক রুখসানা মিলি বলেন, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ঢাকায় একুশের বইমেলা অনুষ্ঠিত হয়। এ বইমেলায় ঢাকার বাসিন্দারা বই কেনা ও পড়ার সুযোগ পান। কিন্তু সারা দেশের মানুষ এ সুযোগ থেকে বঞ্চিত হন। এই বঞ্চনার অবসানে বই সংগ্রহ করে বিকাশ সারা দেশে সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে বই বিতরণের এক কর্মসূচি হাতে নিয়েছে। গত বছর বিকাশ ১ লাখ ৮৭ হাজার বই বিতরণ করেছে। চলতি বছর প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় সারা দেশে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ।

গতকাল ফরিদপুরের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারকে বই দেওয়া হয়। এর মধ্যে আলফাডাঙ্গা উপজেলার অধরা পাঠাগারের পক্ষে শুভঙ্কর পাল, নগরকান্দার পুরপাড়া অনার্স ক্লাব গ্রন্থাগারের পক্ষে ওসমান মোল্লা, মধুখালীর চেতনা পাঠাগারের পক্ষে মঈন আহমেদ, বোয়ালমারীর রাবেয়া আফছার স্মৃতি পাঠাগারের পক্ষে রায়হানুল ইসলাম, ফরিদপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের পক্ষে এমদাদ মিয়া, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের পক্ষে মো. আনিসুর রহমান, ফরিদপুর উচ্চবিদ্যালয়ের পক্ষে মো. ইমরান হোসেন, আনছার উদ্দিন উচ্চবিদ্যালয়ের পক্ষে ডালিয়া আলী, নূরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের পক্ষে আলতাফ হোসেন, বোয়ালমারী জর্জ একাডেমির পক্ষে শাম্মী আক্তার, আয়শা খানম স্মৃতি পাঠাগারের পক্ষে ডিউভি সিকদার, সূফি মোতাহার হোসেন পাঠাগারের পক্ষে মো. মোজাফফর হোসেন,  সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির পক্ষে ইউনুস খান, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের পক্ষে তরিকুল ইসলাম, আবদুল্লাহবাদ বহুমুখী উচ্চবিদ্যালয়ের পক্ষে শেখ নূরুল, সালথা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে সহকারী শিক্ষক মো. রেজাউল করিম, সদরপুর বাইশরশি শিবসুন্দর একাডেমির পক্ষে মো. জলিল মিয়া ও চরভদ্রাসন রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পক্ষে মেহেদী হাসান বই নেন।

অনুষ্ঠানে উপস্থিত ফরিদপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাফিজুল হক বলে, ‘আমি বই পড়ি। বই বিতরণ করা হবে শুনে এ অনুষ্ঠানে এসেছি। আমার খুব ভালো লাগছে। আমি টাকা জমিয়ে বই কিনি।’