ট্রেনের ধাক্কায় ট্রাকের ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে জয়পুরহাটের পুরানাপৈল রেলক্রসিংয়ে
ট্রেনের ধাক্কায় ট্রাকের ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত ট্রাকটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে জয়পুরহাটের পুরানাপৈল রেলক্রসিংয়ে

রেলক্রসিংয়ের ওপর এসে আটকে গেল পণ্যবোঝাই ট্রাক, অতঃপর...

জয়পুরহাটে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা পণ্যবোঝাই একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা বলেন, রেললাইনের ওপর আটকে গিয়েছিল ট্রাকটি। পরে সেখান থেকে এটি সরাতে ব্যর্থ হন চালক।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও জয়পুরহাট রেলস্টেশন সূত্রে জানা গেছে, পাঁচবিবি থেকে কচুবোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে দিকে ট্রাকটি পুরানাপৈল রেলক্রসিংয়ের ওপর আটকে যায়। চালক অনেক চেষ্টা করে রেলক্রসিংয়ের ওপর থেকে ট্রাকটি সরাতে পারেননি। এ সময় রেলক্রসিংয়ে দুই পাশে কয়েকটি যানবাহন আটকা পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে তাৎক্ষণিকভাবে ট্রাক থেকে নেমে নিরাপদে সরে যান চালক। গেটম্যানের লাল নিশানা দেখে আগেই ট্রেনটি গতি কমিয়ে আনলেও ট্রাকের ইঞ্জিনে সজোরে ধাক্কায় দেয়। এতে ট্রাকটির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। পরে প্রায় ১০ মিনিট পর ট্রেনটি আবার জয়পুরহাট রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনার পর রেলপথটিতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

এ বিষয়ে পুরানাপৈল রেলক্রসিংয়ের গেটম্যান ইমরান হোসেন বলেন, ট্রেনটি আসার ১০-১৫ মিনিট আগে কচুবোঝাই ট্রাকটি রেলক্রসিংয়ের ভেতরে ঢুকে আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকের ইঞ্জিন চালু করতে পারেনি। তিনি লাল নিশানা হাতে নিয়ে দৌড়ে গিয়ে ট্রেনের সামনে ধরেন। তখন ট্রেনের গতি কমে এলেও একেবারেই থামেনি। এতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ট্রাকের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জয়পুরহাট রেলস্টেশনের মাস্টার রেজাউল ইসলাম বলেন, গেটম্যান লাল নিশানা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ায় ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। তবে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।