সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলাপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মাছ পাওয়া যায়। আজ সকালে তোলা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মৌলাপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মাছ পাওয়া যায়। আজ সকালে তোলা

ভারতে পাচারের সময় সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। আজ শনিবার ভোরে উপজেলার মৌলারপাড় নামের স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাছ জব্দ করা হয়।

বিজিবি জানায়, উপজেলার মৌলারপাড়ে বাংলাদেশের সীমানার ভেতরে আজ ভোরে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮৮৫ কেজি ইলিশ জব্দ করা হয়। এসব মাছের আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাছ রেখে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা যায়নি।

এ বিষয়ে বিজিবির বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদ বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এসব মাছ পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।’

সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

এর আগে ১১ সেপ্টেম্বর একই এলাকা থেকে পাচারের সময় ২৭৫ কেজি এবং গত ৩১ আগস্ট তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ৪৬ কেজি ইলিশ জব্দ করা হয়েছিল।