রংপুরে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন দলটির কো–চেয়ারম্যান মোস্তাফিজার রহমান
রংপুরে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির  বক্তব্য দিচ্ছেন দলটির কো–চেয়ারম্যান মোস্তাফিজার রহমান

আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে নয় জাতীয় পার্টি: মোস্তাফিজার রহমান

আওয়ামী লীগ বা অন্য কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলটির (এরশাদ) কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির জেলা ও মহানগর কার্যালয়ে আয়োজিত ওই প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

সভায় মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা কোনো দল নিষিদ্ধের পক্ষে নই। হয়তোবা পুনর্গঠন হতে পারে। আওয়ামী লীগের সব লোক যে দোষী, তা নয়। যাঁরা দোষী, তাঁদের আইনের আওতায় এনে বিচার করেন। কিন্তু অনেক মানুষ আছেন, যাঁরা কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, তাঁরা কেন বঞ্চিত থাকবেন। কোনো দলকে নিষিদ্ধ করা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য অন্তরায়।’

জাতীয় পার্টিকেও নিষিদ্ধের দাবি উঠার বিষয়ে মোস্তাফিজার রহমান বলেন, জাতীয় পার্টিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে না নেওয়ার জন্য কয়েকজন ছাত্র সমন্বয়ক অনুরোধ করেছেন।

‘রাজনৈতিক সংলাপ হবে, সেখানে জাতীয় পার্টিকে ডাকতে পারে, না–ও ডাকতে পারে। বাইরে থেকে প্রেশার গ্রুপ কথা বলে, সেটা নিয়ে যদি অন্তর্বর্তী সরকার চলে তাহলে সরকার চলবে না। আমরা চাই, প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা বার্তা দিবেন, সংলাপে ডাকবেন, নাকি ডাকবেন না।’

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে জাতীয় নির্বাচনের কোনো রূপরেখা ঘোষণা না করার সমালোচনা করেন জাতীয় পার্টির এই নেতা। তিনি বলেন, ‘নানা ধরনের প্রশ্ন ও সন্দেহের উদ্বেগ হয়েছে এই সরকার কত দিন থাকবে। তাদের ছত্রচ্ছায়ায় নতুন দল হবে কি না। তাদের সরকার থেকে পৃষ্ঠপোষকতা করা হবে কি না। এই বিষয়ে খোলসা হওয়া দরকার। ’

দেশের মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে মন্তব্য করেন মোস্তাফিজার রহমান। তিনি বলেন, ‘আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। সব দলের সমান অধিকার থাকবে। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সচিবালয় সংস্কার হলে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।’

অন্তর্বর্তী সরকারকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে মনোযোগ দেওয়া উচিত উল্লেখ করে মোস্তাফিজার রহমান বলেন, ‘১০০ দিন পার হলো। এমন কোনো দিন নেই, ঢাকায় আন্দোলনের নামে রাস্তা বন্ধ হয়নি। অচলাবস্থা তৈরি হয়েছে। এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, তার ঘাটতি হয়েছে। সে জন্য একটি সুষ্ঠু নির্বাচন করতে যে কয়েকটি দপ্তরের সংস্কার প্রয়োজন, সে কয়েকটি সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত।’ অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন কোনো রাজনৈতিক দল করা হবে কি না, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রংপুরে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শামীম হায়দার পাটোয়ারী

বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেওয়ার আগে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শামীম হায়দার পাটোয়ারীর কাছে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন পক্ষের দাবির বিষয়ে দলের অবস্থানের কথা জানতে চান স্থানীয় সাংবাদিকেরা।

জবাবে শামীম হায়দার পাটোয়ারী বলেন, দেশে কোনো রাজনৈতিক দলকে কখনোই নিষিদ্ধ করে রাখা যায়নি। একসময় জাসদকে নিষিদ্ধ করা হয়েছিল, সেই জাসদ এখনো রাজনীতি করছে। জামায়াতে ইসলামীকে বিশেষ ক্ষমতা আইন দিয়ে নিবন্ধন বাতিল করা হয়েছিল, জামায়াতও রাজনীতি করছে। দল নিষিদ্ধের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘১৯৯০–পরবর্তী সময়ে রংপুর বিভাগ অবহেলিত। বৈষম্যের শিকার হয়েছে। এখান থেকে রাজনৈতিক ক্ষমতায়ন হয়নি। আমরা রংপুর বিভাগের সব জেলা ও উপজেলাগুলোকে ঢেলে সাজাব এবং দেশ গঠনে জাতীয় পার্টি কাজ করবে।’

আগামী ডিসেম্বরে রংপুর জিলা স্কুল মাঠে জাতীয় পার্টি একটি বিভাগীয় সমাবেশ করবে বলেও জানান শামীম হায়দার পাটোয়ারী।

এই প্রতিনিধি সভায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন আবদুর রাজ্জাক।