মুঠোফোন
মুঠোফোন

গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ, দুই যুবক আটক

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক গৃহবধূর (২২) গোসলের দৃশ্য মুঠোফোনে গোপনে ভিডিও করার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দারের নির্দেশে সেনা সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে আটক করেন।

আটক দুই যুবক হলেন পূর্বধলার উপজেলার উজ্জ্বল খান ওরফে মেঘ শিমুল (৩২) ও দীন ইসলাম (৩০)।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, উজ্জ্বল খান একজন টিকটকার। তিনি কয়েক দিন আগে গোপনে ওই গৃহবধূর গোসলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। তাঁর এ কাজে দীন ইসলাম সহযোগিতা করেন। গতকাল বুধবার বিকেলে ওই নারী গোসল করতে বাড়ির গোসলখানায় যান। উজ্জ্বল খান ভিডিও ধারণ করতে শুরু করেন। গৃহবধূ বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে উজ্জ্বলকে আটক করেন। এ সময় তাঁর মুঠোফোনে ধারণ করা ভিডিওগুলো পাওয়া যায়। উজ্জ্বল সেখান থেকে দৌড়ে সটকে পড়েন। এ ঘটনায় স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে উজ্জ্বলকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর সহযোগী দীন ইসলামকেও আটক করা হয়।

নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার বলেন, জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক নিজেদের অপরাধ স্বীকার করেছেন। তাঁদের পূর্বধলা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সেই মামলায় দুই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।