বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলস্টেশনে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছেন রেলওয়ের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সদস্যরা। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে সান্তাহান জংশন স্টেশনের টিকিট কাউন্টারের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা হলেন উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মানিক ঢালী (৩২) ও একই মহল্লার মোহাম্মদ মামুন (৩০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ঢাকাগামী রংপুর, নীলসাগর ও খুলনাগামী রূপসা ট্রেনের সাতটি টিকিট জব্দ করা হয়।
সান্তাহার রেলস্টেশনের নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নূর এ নবী প্রথম আলোকে বলেন, টিকিট কালোবাজারির সময় তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ওই চক্রের সদস্যরা বেশ কিছুদিন ধরে কালোবাজারিতে টিকিট বিক্রি করে আসছিলেন। এই ঘটনায় তাঁদের বিরুদ্ধে রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা শাখার সদস্য শফিকুল ইসলাম বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা করেছেন।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, টিকিট কালোবাজারির ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।