ফুটবল তুলে আনতে নদীতে নামার ৪০ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার

মুহাম্মদ আনাস
মুহাম্মদ আনাস

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে ফুটবল তুলে আনতে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্র মুহাম্মদ আনাসের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৪০ ঘণ্টা পর আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে উপজেলার গড়দোয়ারা ইউনিয়নের গচ্ছাখালী খালের মুখে লাশটি ভেসে ওঠে।

পরে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

মুহাম্মদ আনাস গড়দোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরব আমিরাত প্রবাসী মুহাম্মদ আবু তাহেরের ছেলে। সে হাটহাজারী উপজেলা সদরের শাহ অলিউল্লাহ ইনস্টিটিউটে অষ্টম শ্রেণিতে পড়ত।

গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার গড়দোয়ারা ইউনিয়নের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীর সংযোগস্থলের চেংখালী খালের মুখে নদীতে পড়া ফুটবল তুলে আনতে তিন বন্ধু ঝাঁপ দেয়। দুজন শূন্য হাতে উঠে আসতে পারলেও আনাস তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একদল কর্মী টানা দুই দিন অভিযান চালান।

ভেসে ওঠার পর কিশোর আনাসের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শনিবার সকালে চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার গড়দোয়ারা ইউনিয়নের গচ্ছাখালী খালের মুখে

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহিদুল আলম প্রথম আলোকে বলেন, আজ সকাল ৮টায় কিশোর ছেলেটির লাশ পাওয়া যায়। ডুবুরি দল অভিযান চালানোর আগেই নদীতে লাশটি ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গড়দোয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ আজ প্রথম আলোকে বলেন, কিশোরের বাবা আবু তাহের একমাত্র সন্তান ডুবে যাওয়ার খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে আমিরাত থেকে দেশে ফিরে সরাসরি ঘটনাস্থলে আসেন। সকাল ৮টায় লাশ ভেসে উঠলে তিনি ছেলের লাশ নিয়ে বাড়ি ফেরেন।