চট্টগ্রামের শাহ আমানত সেতু পার হওয়ার পর একটি লোহাবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয় কক্সবাজারগামী এস আলম পরিবহনের একটি বাস। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সেতুর দক্ষিণপাড়ে কর্ণফুলীর ফুটওভার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এস আলম পরিবহনের বাসচালকসহ চারজন আহত হয়েছেন।
সেতুর টোল প্লাজার ব্যবস্থাপক সুমন ঘোষ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শাহ আমানত সেতু পার হয়ে লোহাবাহী ট্রাকটি টোল প্লাজার দিকে যাচ্ছিল। এ সময় কক্সবাজারগামী একটি এস আলম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসচালক মো. ইসমাইল (৬০), বাসচালকের সহকারী মো. ইলিয়াস (৪৫), যাত্রী জানে আলম (২৬) ও আমিনুল মোস্তফা (৪৭) আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে পাঠান। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কর্ণফুলী থানার আওতাধীন শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও শিকলবাহা ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি উদ্ধার করেন। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।