দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কেইপিজেডের কর্মকর্তা নিহত

আনোয়ারায় দুর্ঘটনায় নিহত কেইপিজেড কর্মকর্তা নাঈম উদ্দিন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (কেইপিজেড) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. নাঈম উদ্দিন (৩৭)। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আজ সকালে উপজেলার বৈরাগ খলিফাপাড়ায় তাঁর দাফন সম্পন্ন হয়।

নাঈম উদ্দিন কেইপিজেডের কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিজে ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্টের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি আনোয়ারার বৈরাগ খলিফাপাড়া এলাকায়। কর্ণফুলী টানেলের কারণে বাড়িঘর অধিগ্রহণের পর স্ত্রী–সন্তান নিয়ে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত আটটার সময় অফিস শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে চাতরী চৌমুহনীর দিকে যাচ্ছিলেন নাঈম। অটোরিকশা মোহাম্মদপুর এলাকা পর্যন্ত গেলে বিপরীতমুখী আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন নাঈম। তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী প্রথম আলোকে বলেন, ‘এলাকায় অনেক ভালো একজন মানুষ হিসেবে সবার প্রিয় ছিল নাঈম। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’