মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে গ্রেনেড হামলা হয়েছিল। গ্রেনেড হামলার পর তৎকালীন গোয়েন্দা সংস্থার প্রধান খালেদা জিয়ার কাছে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা দিয়ে গ্রেপ্তারের অনুমতি চাইলে তিনি তাঁকে নিরুৎসাহিত করেন।
২০০৪ সালের ২১ আগস্টের ওই গ্রেনেড হামলার প্রতিবাদে আজ রোববার দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রাণিসম্পদমন্ত্রী এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, গ্রেনেড হামলায় আহত ব্যক্তিরা সেদিন রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাঁদের চিকিৎসা দেওয়া হয়নি। বিএনপি সমর্থিত চিকিৎসকদের ইন্ধনে চিকিৎসকেরা হাসপাতালের দায়িত্ব ফেলে চলে যান। পরে বিভিন্ন বেসরকারি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়। শেখ হাসিনাকে হত্যার জন্য বিএনপি-জামায়াত অনেকবার চেষ্টা করলেও আল্লাহর রহমতে তিনি বেঁচে যান।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের কারণেই আজ দেশের সব স্তরে দুর্নীতি বন্ধ হয়েছে। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত রাখতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আর এ জন্য সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আবদুল লতিফ। এতে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, শাহ আলম ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক এস এম নজরুল ইসলাম, শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন খান প্রমুখ।