লাশ
লাশ

দাগনভূঁঞায় অটোরিকশা-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত

ফেনীর দাগনভূঁঞায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের দাগনভূঞা উপজেলার বেকের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আবুল কালামের বাড়ি (৫০) দাগনভূঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে। এ ঘটনায় অটোরিকশা চালক নুর মোহাম্মদ (৬০) আহত হন। তিনি দাগনভূঞা উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টো পথে চলতে গিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী আবুল কালাম। স্থানীয় লোকজন আহত অটোরিকশার চালক নুর মোহাম্মদকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত যাত্রী আবুল কালামের স্বজন শাখাওয়াত হোসেন জানান, গতকাল বিকেলে পরিবারের জন্য বাজার করতে স্থানীয় বেকের বাজারে গিয়েছিলেন আবুল কালাম। বাজার শেষে বাড়ি ফেরার সময় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা থেকে ছিটকে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, পরিবারের অনুরোধে নিহত যাত্রীর লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।