যশোরের শার্শা উপজেলার বাহাদুর গ্রামে এক শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
নিহত দম্পতি হলেন ইয়ামিন ইসলাম (২৮) ও তাঁর স্ত্রী তনু বেগম (২৪)। ইয়ামিন মুরগির ব্যবসা করতেন। তাঁদের ছয় মাসের একটি কন্যাসন্তান রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে বাহাদুরপুর গ্রামে একটি ভাড়া বাড়িতে ওঠেন ইয়ামিন-তনু দম্পতি। আজ সকালে প্রতিবেশীরা শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে আসেন। বাড়ির জানালার ফাঁক দিয়ে স্বামী-স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, একই শাড়িতে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখছেন তাঁরা। তবে প্রাথমিক তথ্য থেকে তাঁরা ধারণা করছেন, দুজনই আত্মহত্যা করেছেন। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।
ওসি জানান, তাঁরা খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ইয়ামিন আগে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় বসবাস করতেন। সেখানেই মুরগি কেনাবেচার ব্যবসা করতেন। ব্যবসায় অনেক দেনায় পড়ে যান তিনি। দেনা পরিশোধ করতে শার্শার বাহাদুর গ্রামের নিজের পৈতৃক ভিটামাটিও বিক্রি করে দেন। তাতেও দেনা পরিশোধ হয়নি। এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাঁরা।